বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত, কার পয়েন্ট কত
বিশ্বকাপ ক্রিকেটের রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। অংশগ্রহণকারী ১০ দলই খেলে ফেলেছে নিজেদের প্রথম ম্যাচ। এবার দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে। প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল কিছুটা হলেও চমকের আভাস দিয়ে রেখেছে এবারের আসর। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর ঠিক উপরেই আছে ৯৬ এর বিশ্চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আর ভারতকে পেছনে ফেলে উপরে রয়েছে বাংলাদেশ।
ইংলিশদের প্রতিপক্ষ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। আর লঙ্কানরা মাঠে নামবে শিরোপাপ্রত্যাশী পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচই হবে আগামীকাল মঙ্গলবার।
পয়েন্ট টেবিলে কিছুটা শক্ত অবস্থানেই আছে বাংলাদেশ। টাইগারদের বর্তমান অবস্থান ৪ আর নিট রানরেট ১.৪৩৮। ইংল্যান্ডের বিপক্ষে জয় তাদের অবস্থানকে আরও বেশি শক্ত করবে।
পাঁচে থেকে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। অজিদের বিপক্ষে জয় পেলেও নিট রানরেটে (০.৮৮৩) বাংলাদেশ থেকে কিছুটা পিছিয়েই আছে তারা। বাংলাদেশ যদি পরের ম্যাচ জেতে তবে এই রানরেটই হতে পারে ভারতের মাথাব্যাথার কারণ।
তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের নেট রানরেট ২.১৪৯। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেট ২.০৪০। প্রোটিয়াদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে।