আর্কাইভ থেকে বাংলাদেশ

জেলেনস্কির সঙ্গে পুতিনকে ‘সরাসরি কথা’ বলতে বললেন মোদি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি কথা’ বলার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভি।

ইউক্রেন ও রুশ প্রতিনিধিদলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তার অগ্রগতি সম্পর্কে পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ভারতের এনডিটিভি জানিয়েছে দুই নেতা টেলিফোনে ৫০ মিনিট ধরে কথা বলেন।

এর আগে, মোদি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও টেলিফোনে কথা বলেন।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়ায় বৈঠক করবেন বলে খবর পাওয়া গেছে।

ওদিকে, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে তৃতীয় দফার শান্তি বৈঠক শুরু হতে যাচ্ছে।

অপরদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সাবেক সোভিয়েত রিপাবলিক লিথুয়ানিয়া সফরে গিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র নেটো জোটের সদস্যগুলোর নিরাপত্তা জোরদার করছে যাতে তারা ‘যে কোনো হুমকি মোকাবেলা’ করতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপে অতিরিক্ত সাত হাজার সৈন্য পাঠাচ্ছে, এবং নেটোর পূর্ব-প্রান্তের দেশগুলোতে সৈন্য মোতায়েনে দিকে বিশেষ নজর দিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন