তুরস্কের সঙ্গে 'তেলের বিনিময়ে পানি' চুক্তি করল ইরাক
দজলা ও ফোরাত নামে দুই নদীর দেশ ইরাক। তুরস্ক থেকে সিরিয়া হয়ে বয়ে আসা নদী দুটির পানি এখন তলানিতে। উজানে বাঁধ, কম বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের কারনে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে দেশটি। সংকট কাটাতে তুরস্কের সঙ্গে ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তি করেছে ইরাক।
গেল নভেম্বরে তুরস্কের সঙ্গে কয়েকশ কোটি ডলারের ‘পানি সহযোগিতা চুক্তি’ করেছে ইরাক।
এই চুক্তি অনুযায়ী তুর্কি কোম্পানিগুলো ইরাকে নতুন পানিশোধন ও সংরক্ষণ অবকাঠামো তৈরি করবে। বিনিময়ে ইরাক তেল বিক্রি করে সেই অর্থ দিয়ে তুর্কি কোম্পানিগুলোর পাওনা পরিশোধ করবে।
এসএইচ//