ইরান-প্রভাবিত সরকার গঠনে ইরাককে সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইরাকে ইরান-নিয়ন্ত্রিত সরকার গঠনের বিরুদ্ধে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিকে পশ্চিমা ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শীর্ষ মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, এমন একটি সরকার গঠনই ইরাকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, যা ইরানের প্রভাবমুক্ত থাকবে এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বজায় রাখবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ নভেম্বরের নির্বাচনের পর শিয়া জোট ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছে। এই মনোনয়ন ওয়াশিংটনে উদ্বেগ বাড়িয়েছে। আল-মালিকির অতীত তেহরানঘনিষ্ঠ নীতির কারণে তিনি এখনো বিতর্কিত চরিত্র হিসেবে বিবেচিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে ফোনালাপে জোর দিয়ে বলেন, ইরাকের নতুন সরকারকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব বজায় রাখতে হবে। তিনি সতর্ক করে দেন, ইরান-নিয়ন্ত্রিত সরকার এসব লক্ষ্য পূরণে ব্যর্থ হবে।
২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা নুরি আল-মালিকির শাসনামল সাম্প্রদায়িক বিভাজন ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে সমালোচিত ছিল। ফলে তার পুনরাগমন ইরাকের রাজনৈতিক ভারসাম্য ও নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক।
ইরাকি পার্লামেন্ট আগামী ২৭ জানুয়ারি ২০২৬ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এরপর সবচেয়ে বড় জোটের মনোনীত প্রধানমন্ত্রীকে সরকার গঠনের জন্য ১৫ দিনের সময় দেওয়া হবে। যদিও শিয়া ও কুর্দি গোষ্ঠীর একটি অংশ দ্রুত সরকার গঠনের লক্ষ্যে আল-মালিকির পক্ষে অবস্থান নিয়েছে, তবে সুন্নি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ও নীতিগত পশ্চাদপসরণের আশঙ্কা বাড়ছে।
মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, নতুন মন্ত্রিসভায় যদি ইরান-ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ইরাকের তেল-ডলার লেনদেন ও আর্থিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র সীমাবদ্ধতা আরোপ করতে পারে। এতে ইরাকের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর বড় প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন।
এমএ//