আর্কাইভ থেকে বাংলাদেশ

মাত্র ১১ মিনিটে ট্রেনে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ট্রেন ছুটেছে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্য। মাত্র ১১ মিনিটে পদ্মা পাড়ি দিলো ট্রেনটি।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও পরিবারের আরও কয়েকজন সদস্য দুপুর ১২টা ৫৩ মিনিটে মাওয়া স্টেশনের বুথ থেকে টিকিট কাটেন। এরপর দুপুর ১২টা ৫৯ মিনিটে ভাঙ্গার উদ্দেশ্যে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে।

১টা ৬ মিনিটে পদ্মা সেতুতে উঠে, ১টা ১৭ মিনিটে নদী পাড়ি দেয় ট্রেন। মাত্র ১১ মিনিটে প্রমত্যা পদ্মা পাড়ি দেয় ট্রেনটি। এর আগে, মাওয়া স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেনে ঢোকার আগে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নাড়ান ও বাঁশি বাজান। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও মন্ত্রিসভার সদস্যরাও তার সঙ্গে আছেন।

এর আগে দুপুর ১২টার পর মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতু হয়ে রেল চলাচলের মাহেন্দ্রক্ষণকে ‘স্বপ্ন পূরণের দিন হিসেবে’অভিহিত করেছেন। পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ। বর্তমানে শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ শেষ করেছে রেল কর্তৃপক্ষ।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন