আর্কাইভ থেকে ক্রিকেট

বাটলার-রুটের পর লিভিংস্টোনকে ফেরালেন শরিফুল

বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরু বোলিং করতে নেমে ইংল্যান্ডের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারছে না টাইগার বোলাররা।  প্রথমে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো মিলে গড়েন ১১৫ রানের জুটি।

সেই জুটি ভাঙ্গে সাকিবের হাতে। ৫২ করা জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন টাইগার অধিনায়ক।   বেয়ারস্টো ফিরে গেলেও সেঞ্চুরি তুলেন নেন ডেভিড মালান। তবে ১৪০ রানের মাথায় শেখ মাহাদীর শিকার হয়েছেন তিনি।

মালানের বিদায়ের পর ক্রিজে এসেই ব্যাট চালাতে থাকেন জস বাটলার। ১ টি করে চার ও ছয়ে ১০ বলে ২০ রান করে শরিফুল ইসলামের শিকার হন তিনি।  এরপর তিনে খেলতে নেমে জো রুটকেও আউট করেন শরিফুল। আউট হওয়ার আগে ৬৪ বলে ৮২ রান করেন রুট।

৪২ ওভার শেষে ৩০৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারালো ইংল্যান্ড।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন