আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেনকে অতিরিক্ত ২৩০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনের জন্য অতিরিক্ত ২৩০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য।

আজ সোমবার (৭ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দেন।

ইউক্রেনে এই বিপর্যয়কর আক্রমণে পুতিন যাতে ব্যর্থ হয় তা নিশ্চিত করার জন্য ইউক্রেনের বন্ধুদের মানবিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষামূলক সামরিক সহায়তার একটি জোট করতে যাচ্ছে যুক্তরাজ্য।

বরিস জনসন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ডস ‘কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে’।

তিনি বলেন, আমাদের নতুন আন্তর্জাতিক ইউক্রেন সমর্থন গোষ্ঠী এখন এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার সমন্বয় করবে। আমরা আরও দেশকে আমাদের সাথে যোগ দিতে উত্সাহিত করব।

এদিকে, যুদ্ধ থামাতে তৃতীয় দফায় আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন।

অপরদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে মানতে হবে ইউক্রেনকে।

তিনি বলেন, ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক এবং দনিয়েস্ক অঞ্চল দুটোকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মেনে নিতে হবে। তা হলে সামরিক অভিযান বন্ধ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন