আর্কাইভ থেকে বাংলাদেশ

পুরাতনের মিলন মেলায় জিম্বাবুয়ে ক্রিকেট

জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে আবারো দায়িত্ব পেলেন ল্যান্স ক্লুজনার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে নিয়োগের পাশাপাশি সাদা বলের ক্রিকেটে পূর্ণকালীন অধিনায়কও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ভারপ্রাপ্ত দায়িত্ব চালিয়ে আসা ক্রেইগ আরভিনই পেয়েছেন নেতৃত্বের ভার।

ক্লুজনার ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত কাজ করেন জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে। ২০১৯ সালে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। গত বছরের নভেম্বরে ছেড়ে দেন সেই পদ। সবশেষ গত মাসে বিপিএলে খুলনা টাইগার্সের প্রধান কোচ ছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। আর প্রধান কোচ হিসেবে থেকে যাচ্ছেন ভারতের লালচাঁদ রাজপুতই।

গত কয়েক বছর ধরেই জিম্বাবুয়ের অধিনায়কত্বে থিতু হতে পারেননি কেউ। প্রতি সিরিজেই অধিনায়ক পরিবর্তন করে আসছে তারা। সবশেষ গত বছর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সিরিজ এবং এ বছর শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আরভিন। দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে বাঁ-হাতি এই ব্যাটাররের ওপরই আস্থা রাখলো বোর্ড।

অস্থিরতার মধ্যেই আরভিন একটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন জিম্বাবুয়েকে। টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শন উইলিয়ামসকে। সব সংস্করণেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রেজিস চাকাভা।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন