আর্কাইভ থেকে বাংলাদেশ

বাধ্যতামূলকভাবে যোগ দেয়া সৈন্য ইউক্রেনে গেছে : রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ-দেয়ানো কিছু সৈন্য ইউক্রেনে রুশ অভিযানে অংশ নিচ্ছে।

যদিও মাত্র একদিন আগেই রুশ প্রেসিডেন্ট এধরনের সৈন্যদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কথা অস্বীকার করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছিলেন, যে শুধু পেশাদার সৈন্যরাই ইউক্রেনে অভিযানে অংশ নিচ্ছে।

তবে আজ বুধবার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে যে এরকম কিছু সৈন্য ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী হয়েছে।

মন্ত্রণালয় বলছে, এর পুনরাবৃত্তি ঠেকাতে এধরনের প্রায় সব সৈন্যকেই প্রত্যাহার করে নেয়া হয়েছে

রাশিয়াতে ১৮-২৭ বছর বয়সের সব পুরুষকেই এক বছরের জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে।

এদিকে, জার্মানি বলছে, তারা ইউক্রেনে কোন যুদ্ধবিমান পাঠাবে না। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ বলছেন, তার দেশ ইউক্রেনকে বিভিন্ন রকম প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে তবে যুদ্ধবিমান তার অংশ নয়।

অপরদিকে, ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

এ সম্পর্কিত আরও পড়ুন