আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা মারা গেছে : যুক্তরাষ্ট্র

মার্কিন কর্মকর্তারা ধারণা প্রকাশ করেছেন চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য মারা গেছে। অন্তত ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন। খবর বিবিসি।

সাধারণ হিসেবে মৃত্যুর সংখ্যার তিনগুণ সংখ্যক মানুষ আহত হয়ে থাকে – এমন একটি ধারণা থেকে বলা হচ্ছে যে অন্তত ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।

ইউক্রেন দাবি করেছে যে যুদ্ধে ১২ হাজার রুশ সৈন্য মারা গেছেন। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল যে ইউক্রেনে তাদের পাঁচশোরও কম সৈন্য মারা গেছে।

এদিকে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

এ সম্পর্কিত আরও পড়ুন