আন্তর্জাতিক

ইরান মোকাবেলায় নিরাপত্তা চুক্তিতে ইসরাইল–জার্মানি

ছবি: সংগৃহীত

রোববার (১১ জানুয়ারি) ইসরালের জেরুজালেমে নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইসরাল ও জার্মানি।

ইসরালের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ‘ইরান ও তার মিত্রদের’ মোকাবেলায় এ চুক্তি হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইসরালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোবরিন্ট এই চুক্তিতে সই করেন।

গাজা যুদ্ধের কারণে গেলো বছর আগস্টে ইসরালে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছিল জার্মানি। তখন জার্মানির যুক্তি ছিল, তাদের রপ্তানি করা অস্ত্র ইসরাল গাজা যুদ্ধে ব্যবহার করবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পর ইসরালের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন