আর্কাইভ থেকে ক্রিকেট

কোহলির থেকে বাবর জার্সি নেয়ায় ক্ষুব্ধ আকরাম

রাজনৈতিক বৈরিতা থাকার কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে তুমুল উন্মাদনা-উত্তেজনা থাকে। তবে মাঠের বাইরে এই দুই দলের ক্রিকেটারদের বরাবরই উষ্ণ সম্পর্কে দেখা যায়। আহমেদাবাদে বিশ্বকাপের ম্যাচ শেষেও তার ব্যতিক্রম হয়নি।

ভারতের বিপক্ষে বড় পরাজয়ের পর কোহলির কাছ থেকে জার্সি উপহার নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু বিষয়টি একদম ভালোভাবে নেননি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

মূলত, ভারতের বিপক্ষে পাকিস্তানের হারের কারণেই এমনটা পছন্দ হয়নি আকরামের। হতশ্রী পরাজয়ের পর ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে প্রকাশ্যে জার্সি গ্রহণ করাকে মোটেও ভালোভাবে নেননি ওয়াসিম আকরাম।

স্থানীয় সংবাদমাধ্যমে পাকিস্তানের এই কিংবদন্তি জানান, মাঠে কোহলির সঙ্গে বাবরের সাক্ষাৎ করাটা ঠিক হয়নি। প্রকাশ্যে দুজনের এভাবে কথা বলার মতো পরিস্থিতি নয় এটা। কোহলি থেকে গোপনে বাবর জার্সি নিতে পারত।

 

এ সম্পর্কিত আরও পড়ুন