আর্কাইভ থেকে ক্রিকেট

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা চোট পেয়ে বিশ্বকাপ ছিটকে গেছেন। তাঁর জায়গায় দলে এসেছেন চামিকা করুনারত্নে।  আর বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে।

২৮ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান কয়েক মাস ধরে সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন।

শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানিয়েছে। দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা বলেছেন, ‘দাসুন শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকবে।’

শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান এখন পর্যন্ত চোটে জর্জরিত। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রেখে ভারতে যেতে হয়েছে লঙ্কানদের। এবার চোটে ছিটকে গেলেন শানাকাও।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন