টাইগাররা ইংলিশ পরীক্ষায় ফেল করলেও পাশ করলো আফগানরা
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের একদম নাজেহাল করে দিলো আফগানিস্তান। ইংল্যান্ডকে রশিদখানরা হারালো ৭০ রানে। শুরুতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৮৫ রান। জবাবে খেলতে নেমে ২১৫ রানে থেমে যায় ইংল্যান্ড।
২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।ওপেনার জনি বেয়ারস্টোকে লেগ-বিফোরের ফাঁদে ফেলে ফেরান আফগান পেসার ফজল হক ফারুকী।এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মালানের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জো রুট। বেশ দেখেশুনেই খেলছিলেন এই টপ-অর্ডার ব্যাটার। তবে ব্যক্তিগত ১১ রানে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। মুজিবের বলে বোল্ড হয়ে ফেরার আগে মালানের সঙ্গে গড়েন ৩০ রানের জুটি।
এরপর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেও পারেনি ওপেনার মালান। ইনিংসে ১৩তম ওভারে নবির বলে জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৪ চারে ৩৯ বলে খেলেন ৩২ রানের ইনিংস। ধারাবাহিক উইকেট পতনে শেষ পর্যন্ত ২১৫ রানে মার্ক উড ফিরলে ৬৯ রানের বড় জয় নিশ্চিত হয় আফগানদের।
এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুতে ব্যাট করতে নেমে ১১৪ রানে জুটি গড়ে ২৮ রান করে ফিরে যান জাদরান। এরপর ক্রিজে এসে মাত্র ৩ রান করে রহমশাহ ফিরে যাওয়ার পর ঐ ওভারেই রান আউট হয়ে যান গুরবাজ। আউট হবার আগে তিনি করেন ৮০ রান।
এরপর আফগানিস্তানের রানের গতি কিছুটা কমে গেলেও শেষ দিকে এসে আলিখিল খেলেন ৫৮ রানের ইনিংস। সাথে রশিদ খান ২৩ ও মুজিবুর রহমানের ২৮ রানের ইনিংসে ৪৯.৫ ওভারে ২৮৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় আফগানিস্তান।