আর্কাইভ থেকে আন্তর্জাতিক

‘গাজা দখলের আগ্রহ নেই ইসরায়েলের’

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, গাজা উপত্যকা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের। সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইসরায়েল বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমাদের উদ্দেশ্য হামাসকে নির্মূল করা। এজন্য যা করা দরকার, তা-ই করব।

সোমবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা টাইমস অব ইসরায়ে’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে আকাশ, স্থল ও সমুদ্র পথ ব্যবহার করে গাজায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তেল আবিব।

হামাস নির্মূল হলে গাজা কে শাসন করবে এমন প্রশ্নে গিলাদ বলেন, যুদ্ধের পর কী হবে তা নিয়ে আমরা ভাবছি না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেন, গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত।

বাইডেনের এই বক্তব্যের পর গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি এই রাষ্ট্রদূত।

গেলো ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়। হামাসের রকেট হামলার পর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে ২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন