চলছে বিএনপির যুব সমাবেশ
এক দফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ করছে বিএনপি। সোমবার (১৬ অক্টোবর) বেলা গড়ানোর পর থেকেই মিছিল নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তারা বলছেন, হামলা, মামলা যতই হোক দাবি আদায়ের আন্দোলনে পিছপা হবেন না তারা।
নির্দলীয় নিরপেক্ষ সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগসহ নানা ইস্যুতে গেলো বছরের আগস্ট থেকে রাজপথে বিএনপি। প্রায় এক বছর পর জুলাইয়ে এসে সরকার পতনের একদফা দাবিতে চূড়ান্ত কর্মসূচি পালন শুরু করে দলটি। কয়েক ধাপে সমাবেশ, পদযাত্রা, রোডমার্চ করে তারা।
নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগেই দাবি আদায় করতে চায় বিএনপি। আন্দোলনের গতি বাড়াতে চলছে নানা তৎপরতা। এরই অংশ হিসেবে সোমবারের জাতীয়তাবাদী যুবদলের উদ্যাগে যুব সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হয়ে স্লোগানে মুখর করে তুলেছেন নেতাকর্মীরা।
তারা বলছেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
সরকারের পতনের একদফা দাবিতে ১৬ অক্টোবর বুধবার ঢাকায় জনসমাবেশ করবে দলটি। সেই দিন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।