আর্কাইভ থেকে ক্রিকেট

ভারতের সাথে খেলতে চান চোট পাওয়া সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরে স্ক্যান করাতে তাঁকে নেয়া হয়েছিল হাসপাতালেও। পরে জানা গিয়েছিল, সাকিবকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে।

এবার বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, টাইগার অধিনায়ক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পুনেতে পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব।

সাকিবের চোটের বর্তমান অবস্থা সম্পর্কে সুজন জানান, ‘সাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনো মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। কালকে (আগামীকাল) ব্যাট করবে, এরপর হয়ত একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাকে পাব।’

সুজনের কথায় সাকিবকে নিয়ে কিছুটা অনিশ্চয়তাও পাওয়া যায়, ‘আমাদের ধারণা, সে খেলতে পারবে। কিন্তু চিকিৎসার কিছু বিষয় তো আছেই। যেহেতু (চোট) আছেই পায়ে, ঝুঁকির একটা ব্যাপার থাকেই। কালকে মাঠে ব্যাটিংয়ের পর আমরা হয়ত বুঝতে পারব। একটা স্ক্যানও করানো হবে। স্ক্যান করানোর পর আমরা হয়ত (চোটের ব্যাপারে) পরিষ্কার একটা ছবি পাব।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন