আর্কাইভ থেকে বাংলাদেশ

জ্বলে উঠলো মুক্তিযোদ্ধা, পয়েন্ট হারালো মোহামেডান স্পোর্টিং

যারা নিয়মিত দেশের ফুটবলের খোঁজ  রাখেন তাদের কাছে শিরোনামের অর্থ বুঝতে খুব একটা সময় লাগার কথা না। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলে শেখ রাসল ক্রীড়া চক্রকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।  

বসুন্ধরা কিংস অ্যারেনায় , শুরু থেকে শেষ পর্যন্ত কখনই শেখ রাসেলের খেলোয়াড়দের মধ্যে জয়ের আকাঙ্ক্ষা ফুটে ওঠেনি। বিপরীতে মুক্তিযোদ্ধা সংসদের খেলোয়াড়দের মধ্যে ছিলো জয়ে ফেরার তাড়না। ২২ মিনিটে জাপানি মিডফিল্ডার ওতানির শট গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার গ্লাভস ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

৫৪ মিনিটে তেতসুয়াকি মিসুয়ার ফ্রি কিক রানা ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি, ছুটে গিয়ে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন দিদারুল। নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে সজীবের গোল মুক্তিযোদ্ধা সংসদের জয়ে ফেরা নিশ্চিত করে দেয় অনেকটাই। 

টানা দুই ম্যাচ হারের পর জয় পেলো তারা। আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানি থেকে দশম স্থানে উঠে এসেছে তারা। টানা পাঁচ ম্যাচ হারা শেখ রাসেল ৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।

শনিবার (১২ মার্চ)  দিনের অন্য ম্যাচে,গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে উত্তর বারিধারা।

টেবিলের উপরের দিকে থাকার লক্ষ্য নিয়ে লিগ শুরু করেছিলো মোহামেডান। সেই লক্ষ্য পূরণের পথ আরো কঠিন হয়ে গেলো। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সাদা-কালোরা। সমান ম্যাচ শেষে  ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে উত্তর বারিধারা।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন