আর্কাইভ থেকে আবহাওয়া

বৃষ্টি নিয়ে যা বললো আবহাওয়া অফিস

বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে সারাদেশ প্রায় বৃষ্টিহীন। তবে, আগামী এক সপ্তাহের (সাতদিন) মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে শুধু নওগাঁর বদলগাছীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া ১৮ এবং ১৯ অক্টোবর আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে। তবে পরবর্তী পাঁচ দিনে অর্থাৎ ২০ থেকে ২৪ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু রাজশাহীর বদলগাছীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ০ দশমিক ৫ মিলি মিটার। তার আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন