আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে আসছে না হাদিসুরের মরদেহ

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে বিমান হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে আসছে না আজ। ইস্তাম্বুলে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

রোববার (১৩ মার্চ) সকালে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী হোয়াটস অ্যাপে এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রদূত জানান, হাদিসুরের মরদেহ বর্তমানে ইস্তাম্বুল রয়েছে। ভারী তুষারপাতের কারণে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। সব কিছু ঠিক থাকলে সোমবার ১২টা ১৫ মিনিটে অন্য একটি ফ্লাইট হাদিসুরের মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছাবে।

এর আগে, আজ দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের কার্গো বিমানে তার মরদেহ দেশে আসার কথা ছিলো। গেলো শুক্রবার (১১ মার্চ) রাত ১২টায় হাদিসুরের মরদেহ বুখারিস্ট বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে, নিহত হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশ মলদোভায় পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৭টায় মলদোভা সীমান্ত থেকে রোমানিয়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মরদেহটি গ্রহণ করেন। 

গেলো ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কারণে ইউক্রেনে আটকা পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটিতে বিমান হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজে থাকা নাবিকরা সবাই মিলে আগুন নেভায়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান। 

এর পরপরই জাহাজে থাকা নাবিকরা ভিডিও বার্তায় তাদের নিরাপদে উদ্ধারে আকুতি জানায়। পরদিন ৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দিকে জাহাজের জীবিত ২৮ নাবিককে ইউক্রেনের একটি বাংকারে নেয়া হয়। পরে তাদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়।

গেলো বুধবার (৯ মার্চ) দুপুর ১২টায় ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক দেশে পৌঁছান।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন