জাতীয়

এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজায় নেওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে মরদেহবাহী গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে। গাড়িতে জাতীয় পতাকায় মোড়ানো ছিল বেগম খালেদা জিয়ার মরদেহ।

ফিরোজায় পরিবারের সদস্য, স্বজন এবং বিএনপির শীর্ষ নেতাকর্মীরা শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানাবেন। পরে জানাজার উদ্দেশ্যে মরদেহ নেওয়া হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন