খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতির শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। পাশাপাশি খালেদা জিয়ার জানাজা শেষ হওয়ায় আগ পর্যন্ত সারা দেশের দোকনপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সংগঠনটি সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন নেত্রী, দেশ মাতৃকার সাহসী কণ্ঠ ও গণতন্ত্রের জননী। তার মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতি গভীরভাবে শোকাহত।
সংগঠনের পক্ষ থেকে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আই/এ