খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় সংসদে শোকপ্রস্তাব
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব আনছে ভারতীয় রাজ্যসভা। বুধবার (২৮ জানুয়ারি) শোকপ্রস্তাব আনার কথা রয়েছে।
রাজ্যসভার আজকের দিনের বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এ তথ্য জানান গেছে। ২৭ জানুয়ারি রাজ্যসভার শোকপ্রস্তাবের এই কার্যতালিকা প্রকাশ করা হয়।
কার্যতালিতায় উল্লেখ করা হয়েছে, আজকের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোকপ্রস্তাব আনা হবে। এই তিনজনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারতের প্রয়াত দুই নেতা রয়েছেন।
কার্যতালিকায় অধিবেশনে ভারতীয় প্রয়াত দুই নেতাসহ খালেদা জিয়ার জন্য শোকপ্রস্তাব আনা হবে বলে উল্লেখ করা হয়েছে। ভারতের দুই নেতা হলেন সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।
এমএ//