আর্কাইভ থেকে ফুটবল

প্রথমার্ধ শেষে ১-১ সমতায় বাংলাদেশ-মালদ্বীপ

বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে অংশ নিতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে জিততেই হবে জামাল ভুঁইয়াদের। খেলায় শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। রাকিবের করা সেই গোলের লিড প্রথমার্ধের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের ৩৬ মিনিটে বাংলাদেশ হজম করে গোল।

মঙ্গলবার বসুন্ধরার কিংস অ্যারেনায় ১১ মিনিটে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের দশম মিনিটে সাদ উদ্দিনের বাড়ানো বলে ফাহিম দৌড়ে গিয়ে বক্সের শেষ প্রান্তে বল রিসিভ করেন। বল রিসিভ করেই রাকিবের উদ্দেশ্যে দ্রুতগতির কাটব্যাক করেন। ফরোয়ার্ড রাকিব হোসেন দুর্দান্ত প্লেসিংয়ে গোল করলে কিংস অ্যারেনা উল্লাসে ফেটে পড়ে।

প্রথম গোলের পর আরও দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ব্যবধান দ্বিগুণ করার বদলে মালদ্বীপ সমতা আনে।  ৩৬ মিনিটে ডান প্রান্ত থেকে হাজমার কর্ণার ফাহিম হেডে ক্লিয়ার করতে পারেননি। বল আইসাম ইব্রাহিমের মাথায় পড়লে ঠান্ডা মাথায় বল জালে পাঠান।

 

এ সম্পর্কিত আরও পড়ুন