আর্কাইভ থেকে আইন-বিচার

কারাগারে দিনাজপুরের মেয়র জাহাঙ্গীর

আত্মসমর্পণের পর বিএনপি নেতা ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মেয়র জাহাঙ্গীর দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম জুলফিকার উল্লাহের আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলা হাজতে পাঠানো হয়। পরে প্রিজন ভ্যানে করে তাকে জেলা কারাগারে নেয়া হয়।

আদালতে যাওয়ার আগে মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমে বলেন, গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে তাকে এক মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আগেই জমা দিয়েছেন। ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

উল্লেখ্য, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার এক আবেদন নিয়ে ১২ অক্টোবর আপিল বিভাগের এই বেঞ্চ এক মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দেন। রায়ের পর আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন