গাজায় ৯০ শতাংশ গাছপালা ধ্বংস করেছে ইসরায়েল: খান ইউনিসের মেয়র
ইসরায়েলি দখলদার বাহিনীর তাণ্ডবে ফিলিস্তিনের গাজার ৯০ শতাংশেরও বেশি গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আল জাজিরাকে সাক্ষাৎকারে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মেয়র আলা আল-বাত্তা এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লাগাতার আক্রমণে অঞ্চলজুড়ে কৃষি সম্পদ ও বৃক্ষরাজি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, ফলে বর্জ্য ব্যবস্থাপনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছে। পাশাপাশি খাদ্যঘাটতি ও দুর্ভিক্ষে হাজারো শিশু প্রাণ হারিয়েছে।
এসএইচ//