আফগানদের হারিয়ে চারে চার নিউজিল্যান্ড
আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় তুলে নিলো নিউজিল্যান্ড। এই জয়ের চার ম্যাচের চারটিতেই জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে কিউইরা।
বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ১৪৯ রানে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় কিউইরা।
দলটির হয়ে টম ল্যাথাম করেন ৭৪ বলে ৬৮ রান। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৮০ বলে ৭১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৪ দশমিক ৪ ওভারে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে যায় আফগানরা। আজমতউল্লাহ ওমরজাই-এর ব্যাট থেকে আসে ২৭ রান। আফগানিস্তান ১০৭ রানে হারায় পঞ্চম উইকেট। সেখান থেকে ৩৬ রান যোগ করে বাকি ৫ উইকেট হারায় তারা। এর মধ্যে শেষ ৪ উইকেট পড়েছে ৫ রানে।