আর্কাইভ থেকে আন্তর্জাতিক

যুদ্ধবিরতির দাবিতে কংগ্রেসে আমেরিকান ইহুদিদের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যখন চরমে পৌঁছেছে। ঠিক তখনই গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন কংগ্রেসে বিক্ষোভ করেছে খোদ ইহুদিরাই। এ সময় শত শত আমেরিকান ইহুদি সেখানে উপস্থিত থেকে তাদের প্রতিবাদ জানায়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার (১৮ অক্টোবর) 'জুইশ ভয়েস ফর পিস' সংগঠনের সদস্যরা কংগ্রেসের ভেতরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

এতে আরও বলা হয়, বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু (র‌্যাবাই) যোগ দিয়েছিলেন।

আজ ভোরে সংগঠনটির এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, 'কয়েক শ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে তিন শ জন কংগ্রেসের ভেতরে আছেন। তাদের মধ্যে দুই ডজন র‌্যাবাই আছেন। আমরা আবেদনমূলক প্রতিরোধ করছি।'

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ইহুদি সংগঠনটি ফিলিস্তিনের স্বাধীনতা পক্ষে কথা বলে। সংগঠনটি মনে করে, ইহুদি ধর্মের অবস্থন জায়নবাদের ওপরে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, 'যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান গণহত্যা বন্ধের প্রথম উদ্যোগ। অবরুদ্ধ গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে।

HAPPENING NOW: Hundreds of American Jews are holding a sit-in at Congress — and we won’t leave until Congress calls for a ceasefire in Gaza. As thousands of U.S. Jews protest outside, over 350 are inside, including two dozen rabbis, holding prayerful resistance. pic.twitter.com/H0b2ort6fa

— Jewish Voice for Peace (@jvplive) October 18, 2023

এ সম্পর্কিত আরও পড়ুন