আর্কাইভ থেকে জাতীয়

ছোট আকারে পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কথা জানালেও এবার ছোট্ট পরিসরে টিম পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সংস্থাটি পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে বলে জানা গেছে। চার থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল দুই মাসের মতো বাংলাদেশে থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গণামাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবে টেকনিক্যাল টিমের দুই সদস্য।

আগামী বছরের জানুয়ারির মধ্যে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। নভেম্বরে ঘোষণা করা হতে পারে তফসিল।বাড়তে পারে নির্বাচনী বাজেট, ২৫ অক্টোবরের পর চূড়ান্ত ঘোষণা।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন