রণবীরকে রশ্মিকার চুমু, প্রেমিকার কাণ্ড দেখে দুশ্চিন্তায় বিজয়
‘অ্যানিমেল’ ছবিতে বেশ অন্তরঙ্গ রশ্মিকা মান্দানা ও রণবীর কাপুর। তাদের মধ্যে প্রচুর চুম্বনদৃশ্য রয়েছে। আর তা চোখে পড়েছে গুঞ্জনে থাকা রশ্মিকার প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাও। আর সেখানেই বিপত্তি। অ্যানিমেল ছবিতে রশ্মিকা ও রণবীরের চুমু দেখে রীতিমতো দুশ্চিন্তায় নাকি বিজয়। শোনা যাচ্ছে, দ্রুত নাকি রশ্মিকাকে বিয়ে করতে চান তিনি। আর সেই কারণেই নাকি ফের রশ্মিকার মা-বাবার সঙ্গে দেখা করেছেন অভিনেতা। এর আগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গেছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে তাদের। শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রশ্মিকা উড়ে গেছেন দুবাইয়ে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রশ্মিকা ও বিজয় দুজনে। দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মান্দানা এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতোমধ্যে ‘পুষ্পা’ ছবিতে তার ‘স্বামী স্বামী’ নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তার প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।