আর্কাইভ থেকে ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না পান্ডিয়ার

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না হার্দিক পান্ডিয়ার।   এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে  ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার।

বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময়ে বাম গোড়ালিতে চোট পেয়েছেন। স্ক্যানের জন্য এই অলরাউন্ডারকে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রাখবেন। ২০ অক্টোবর দলের সঙ্গে তিনি ধর্মশালায় যাচ্ছেন না। ইংল্যান্ড ম্যাচের আগে লক্ষ্ণৌতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘হার্দিক বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যাবেন। তাঁর গোঁড়ালিতে খুব বেশি সমস্যা হয়নি। ইনজেকশন দিলে তাঁর চোট সেরে যাবে।’

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন