আর্কাইভ থেকে ক্রিকেট

বাবরদের ৩৬৮ রানের পাহাড় ছুড়ে দিল অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ যেভাবে শুরু করেছিলেন বিশ্বকাপের রেকর্ড রান সময়ের ব্যাপার মনে হচ্ছিল।  তবে শেষ দিকে পাকিস্তানের বোলাররা কিছুটা টেনে ধরেছিল।  শেষ পর্যন্ত দুই ওপেনারের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে ৯ উইকেটে ৩৬৭ রান করেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।  শুরুতে ব্যাট করতে নেমে ওয়ার্নার করেন ১২৪ বলে ১৬৩ রান। বিধ্বংসী ইনিংসে খেলেছেন ১৪টি চার ও নয়টি ছক্কা।  সঙ্গে জুটি গড়ে ওপেনার মিশেল মার্শ ১০৮ বলে ১২১ রান করেন। ডানহাতি এই ব্যাটার দশটি চারের সঙ্গে নয়টি ছক্কার শট তোলেন। তারা দলকে ২৫৯ রানের জুটি দেন।

অস্ট্রেলিয়ার হয়ে যা ওপেনিংয়ে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। এছাড়া বিশ্বকাপে চতুর্থবারের মতো দুই ওপেনার সেঞ্চুরির কীর্তি গড়েন। তাদের ৩৩.৫ ওভারে দুর্দান্ত ওই জুটির সুবিধা ঠিকঠাক নিতে পারেনি অস্ট্রেলিয়া।

পরের ব্যাটররা অবশ্য তেমন কেউ রান তুলতে পারেনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন