আর্কাইভ থেকে বাংলাদেশ

আবারো আইসিউতে ভর্তি হলেন রুবেল

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের অবস্থা সঙ্কটাপন্ন। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি তিনি। গতকাল (সোমবার) রাতে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

শরীরে সোডিয়ামের পরিমান বেড়ে যাওয়ায় অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। ব্রেইন ক্যান্সারে আক্রান্ত রুবেল। এর আগে দেয়া হয়েছে কেমোথেরাপি। এমনকি ব্রেইন অপারেশনও হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়লে মাঠ থেকে ছিটকে যান মোশাররফ রুবেল। চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও নতুন করে রুবেলের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এতে শঙ্কায় পড়ে যায় তার জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই ক্রিকেটার সিঙ্গাপুরেও চিকিৎসা করান। 

ভালো না হওয়ায় গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রুবেলের ব্রেন টিউমার অপসারণ করা হয়। তাতেও খুব একটা উন্নতি হয়নি। সবশেষ গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে আসেন। তবে দেশে ফিরে আবার অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে আইসিউইতে নেওয়া হয়।

৩৯ বছর বয়সী জাতীয় দলের পাঠ চুকালেও ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ার আরো সমৃদ্ধ করার সুযোগ ছিলো তার সামনে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন