ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জুলিয়াস আলম বিলু (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) ভোরে রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুলিয়াস আলম বিলু উপজেলার বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে একটি চলন্ত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাতেই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে বাড়ীতে আনার প্রক্রিয়া চলছে। আজ শনিবার বাদ আছর জানাযা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।