ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে ইসরায়েলি হামলা
ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদন বলছে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে অবস্থিত আল-আনসার মসজিদের নিচে কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে করছিল হামাস। তাদের দাবি, হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলায় মসজিদের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে আসছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। তাদের এই নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫০০ জনের বেশি শিশু।