হোয়াটসঅ্যাপে আসছে ‘ভিউ ওয়ানস’ সুবিধা
ভিডিও, ছবি ও বার্তার পর এবার হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজেও যুক্ত হচ্ছে ভিউ ওয়ানস সুবিধা। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো এ তথ্য জানিয়েছে।
ডব্লিউ এ বেটা ইনফো বলছে, ব্যবহারকারী তার গোপনীয়তার ওপর আরও নিয়ন্ত্রণ এনে হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ানস মোড চালু করে ভয়েস মেসেজও পাঠাতে পারবেন। এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য এ সুবিধার বেটা সংস্করণ ব্যবহারকারীরা পরখ করার সুযোগ পাচ্ছেন। লকসহ ভয়েস মেসেজ রেকর্ড করার সময় ব্যবহারকারীরা চ্যাটবারে একটি ভিউ ওয়ানস আইকন দেখতে পারবেন।
আইকনটিতে ট্যাপ করলে ভয়েস মেসেজটি ভিউ ওয়ানস মোডে চলে যাবে। এ মোডে ভয়েস মেসেজ পাওয়ার পর প্রাপক তা সংরক্ষণ, রেকর্ড ও ফরওয়ার্ড করতে পারবেন না। ভয়েস মেসেজ ভিউ ওয়ানস মোডে গেলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তা শোনার সুযোগ পাবেন প্রাপক।
বলা হচ্ছে, নতুন এ সুবিধাটি ব্যবহারকারীর গোপনীয়তার সুরক্ষা আরও বাড়াবে। কেননা, প্রাপক নির্দিষ্ট সময়সীমায় ভয়েস মেসেজটি শুনতে পারবেন এবং তা সংরক্ষণ করতে পারবেন না, অন্যকে পাঠাতেও পারবেন না এবং ভয়েস মেসেজটি রেকর্ডও করা যাবে না।
এর আগে হোয়াটসঅ্যাপে ছবি, ভিডিও ও বার্তা পাঠানোর ক্ষেত্রে ভিউ ওয়ানস মোড চালু করা হয়। এ মোডে বার্তা, ভিডিও বা ছবি পাঠালে প্রাপক একবার দেখার পর তা মুছে যায়। এসব বার্তার স্ক্রিনশটও নেয়া যায় না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া