রূপগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, মর্ত্তুজাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আ ন ম বোরহান উদ্দিন। এতে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হিসেবে স্বীকৃতি পেয়েছেন দেবই কাজিরবাগ আলিম মাদরাসার অধ্যক্ষ বশির আহমেদ শাহরিয়ার।
এ সময় প্রতিষ্ঠান কলেজ পর্যায় ভুলতা স্কুল এন্ড কলেজ, কারিগরি ক্যাটাগরিতে লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক বিদ্যালয় হিসেবে জনতা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিশেষ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন অতিথিরা।