আর্কাইভ থেকে ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

বিশ্বকাপের বিগ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। রোববার (২২ অক্টোবর) হিমাচলের ধর্মশালায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচেও হারের মুখ দেখেনি দুই দলের কেউই। এই ম্যাচের শেষে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হবে এক দলকে।

ম্যাচটি দুদলের কাছেই জয়ের ধারা ধরে রাখার মিশন। সেই সঙ্গে কিউইদের লক্ষ্যটা থাকবে ২০০৩ সালের পর থেকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ধরে রাখা আধিপত্য এবারও বজায় রাখা। অপরদিকে স্বাগতিকদের লক্ষ্য লম্বা সময় ধরে সঙ্গী হওয়া হারের বৃত্ত ভাঙা।

বিগ ম্যাচে ভারতের একাদশে এসেছে দুই পরিবর্তন। শার্দুল ঠাকুর ও হার্দিক পান্ডিয়ার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি ও সুরিয়াকুমার যাদব।

এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড।

ভারতের একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জশপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচীন রাবীন্দ্র, টম লেইথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন