ক্লাব ক্যারিয়ারের ফ্রি-কিক গোলের অর্ধশতক ছুঁলেন রোনালদো
আগের ম্যাচে আবহার বিপক্ষে ড্র করায় একটু চাপেই ছিল আল নাসর। শনিবার রাতে দামাকের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়ে চাপ যেন আরও বেড়েছিল। বিরতির পর ৪৮ মিনিটে রোনালদো গোল করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে।
তবে ৫২ মিনিটে তালিসকার ফ্রি–কিক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে চাপ কমায় আল নাসর। চার মিনিট পর আবার ফ্রি–কিক পায় আল নাসর। এবার শট নেন রোনালদো। পর্তুগিজ তারকার ফ্রি–কিক তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না দামাক গোলরক্ষকের।
এটি তাঁর ক্লাব ক্যারিয়ারের ৫০তম ফ্রি–কিক গোল এবং সব মিলিয়ে ৬১। আর রোনালদো ফ্রি–কিকে গোল করলেন প্রায় ৭ মাস পর। সর্বশেষ গত মার্চে পর্তুগালের জার্সিতে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচে ফ্রি–কিক থেকে গোল করেছিলেন ‘সিআর সেভেন’। শেষ পর্যন্ত দামাককে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রোনালদোর ক্লাবটি।