অনুশীলনে সাকিব-তাসকিন, অসুস্থতায় নেই হাথুরু
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে দুইদিন বিশ্রাম শেষে রোববার (২২ অক্টোবর) থেকে অনুশীলন করছে টাইগাররা।
এদিন অনুশীলনে চোটাক্রান্ত সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ উপস্থিত থাকলে সেখানে দলীয় অনুশীলনে ছিলেন না টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে ওয়াংখেড়েতে নেই লঙ্কান এ কোচ।
স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হয় এ অনুশীলন। তবে সেখানে দেখা মেলেনি হাথুরুর। এরপর টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমামও বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ঠিক কি শারীরিক সমস্যায় ভুগছেন কড়া এই হেডমাস্টার, তা এখনও জানা যায়নি। আপাতত টিম হোটেলেই বিশ্রাম নিচ্ছেন তিনি।
হাথুরু না থাকায় সহকারী কোচ নিক পোথাসের তত্ত্ববধানে অনুশীলন করেছে টাইগাররা। প্রধান কোচ ছাড়া বাকি সব কোচিং স্টাফই সেখানে উপস্থিত ছিলেন।