বিশ্বকাপ জয়ী ফুটবলার ববি চার্লটন মারা গেছেন
মারা গেছেন ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে একমাত্র ফুটবল বিশ্বকাপ জেতানো সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার ববি চার্লটন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার (২১ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে বলেছে, ‘আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড় স্যার ববি চার্লটনের মৃত্যুতে ম্যানচেস্টার ইউনাইটেড শোকাহত। স্যার ববি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে নয় বরং বিশ্বজুড়ে যেখানেই ফুটবল খেলা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে হিরো ছিলেন। স্যার ববিকে সর্বদা খেলার একজন কিংবদন্তি হিসাবে স্মরণ করা হবে।’
ইংল্যান্ডের হয়ে ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খেলেছেন চার্লটন। জাতীয় দলের জার্সিতে এই অ্যাটাকিং মিডফিল্ডারের গোল সংখ্যা ৪৯টি। ক্লাব ফুটবলেও দারুণ সফল ছিলেন তিনি। ম্যানইউয়ের হয়ে ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল করেছেন। ১৯৬৮ সালে ক্লাবকে প্রথম বার ইউরোপিয়ান কাপ জেতান তিনি।