আর্কাইভ থেকে ক্রিকেট

লঙ্কানদের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে পরের ম্যাচেই জয় তুলে নেয় টাইগাররা।  ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে লঙ্কানরা।

রোববার (২২ অক্টোবর) ডাম্বুলায় টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।  দলের হয়ে সর্বোচ্চ ৭৫ বলে ৭৯ রান করেন শাহাদাত হোসেন দিপু।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে রাথানায়েকের ৮৫ রানের ইনিংসে ভর করে ৩১ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।  বাংলাদেশের হয়ে ৪৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রিপন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন