আর্কাইভ থেকে ক্রিকেট

মিচেলের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পেলো নিউজিল্যান্ড

বিশ্বকাপে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি নিউজিল্যান্ড ও ভারত। আজ রোববার মুখোমুখি হয়েছে এই দল দুটি। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় কিউইরা। তবে ডারেন মিচেলের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৭৩ রান।

রোববার (২২ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় কিউইরা। ডেভন কনওয়ে মোহাম্মদ সিরাজের বলে শূন্য হাতে বিদায়ের পর উইল ইয়াং মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

এরপর সেখান থেকে রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল তৃতীয় উইকেটে দুজনে ১৫৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান। তবে

শামির দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন রবীন্দ্র। শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে বিদায়ের আগে ৮৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।রবীন্দ্র আউট হলেও একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন