কোহলির আক্ষেপের ম্যাচে ভারতের জয়
বাংলাদেশের বিপক্ষের ম্যাচের যেন পুনরাবৃত্তি ঘটাতে চাইলেন বিরাট কোহলি। তবে শেষ পর্যন্ত হলো না। সেঞ্চুরির কাছে গিয়ে ৯৫ রানে ফিরে যেতে হলো তাঁকে। তবে তার এই অসাধারণ ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত।
রোববার (২২ অক্টোবর) ধর্মশালায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেছেন ড্যারিল মিচেল। ভারতের হয়ে ৫ উইকেট শিকার করে দলের সেরা বোলার মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন ব্যাটিং জিনিয়াস কোহলি।