অভিষেকে গোল করে বার্সাকে জেতালেন গিইউ
অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে অভিষেকে বদলি হয়ে খেলতে নামা ১৭ বছর বয়সী মার্ক গিইউয়ের গোলে বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। লা লিগার এই শতাব্দীতে বার্সেলোনার হয়ে অভিষেকে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কৃতত্বি দেখালেন গিইউ।
রোববার রাতে চোটের কারণে দলে ছিলেন না ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি ও রবার্ট লেভান্ডোভস্কি। যদিও জোয়াও ফেলিক্স, ফেরান তোরেস, ফারমিন লোপেজদের নিয়ে গড়া আক্রমণভাগ বিলবাও রক্ষণে চাপ তৈরি করতে পেরেছে।
ম্যাচের ১০ মিনিটে ফেলিক্সের একটি শট বারে লেগে ফিরে আসে। দুবার তাকে গোলবঞ্চিত করেন বিলবাও গোলকিপার উনাই সিমোন। জাভি হার্নান্দেজের দলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮০ মিনিট পর্যন্ত। সেখানে বদলি নেমে ব্যবধান গড়ে দেন গিইউ। তাতে এই শতাব্দীতে বার্সায় অভিষেকে সর্বকনিষ্ঠ হিসেবে গোল করার কীর্তি গড়েছেন তিনি। তার বয়স ১৭ বছর ২৯১ দিন।