আর্কাইভ থেকে ক্রিকেট

তাসকিনের খেলা নিয়ে যা জানালেন সাকিব

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে কাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা খেলবে পেস আক্রমণের মূল ভরসা তাসকিন আহমেদকে ছাড়াই।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কাঁধের পুরোনো চোটে পড়েন এই পেসার। সমস্যা বাড়ায় ভারতের বিপক্ষে আর খেলতে পারেননি তাসকিন। ধারণা করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন এই পেসার।

কিন্তু সোমবার (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন না তাসকিন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিং করেন তাসকিন। চোট শঙ্কা নিয়ে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভার এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভার বোলিং করতে দেখা যায় ডানহাতি এই পেসারকে। আর সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে।

এ সম্পর্কিত আরও পড়ুন