শুরুর চাপ সামলে বড় সংগ্রহের দিকে দক্ষিণ আফ্রিকা
টস হেরে শুরুতে বোলিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে কিছুটা চাপে ফেলেছিল বাংলাদেশি বোলাররা। ৩৬ রানের মধ্যে ররিজা হেন্ডরিকস ও ফন ডার ডুসেনকে ফিরিয়ে দিয়েছিল শরিফুল ও মিরাজ।
তবে সেই চাপ সামলে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ও অধিনায়ক এইডেন মার্করামের জুটি পেড়িয়ে গেছে ১০০ রানের উপরে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ৭৪ বলে ৭৬ রানে অপরাজিত ডি কক, আর মার্করাম অপরাজিত ৫৩ রানে।