আর্কাইভ থেকে আবহাওয়া

ঘূর্ণিঝড় হামুন: সতর্ক অবস্থানে পায়রা বন্দর কর্তৃপক্ষ

ঘূর্ণিঝড় হামুনে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় ও দূর্যোগ ব্যবস্থাপনায় ৫টি কমিটি গঠন করেছে পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে পায়রা বন্দর কর্তৃপক্ষ এ কমিটি গঠন করেছে।

পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ক্ষয়ক্ষতি এড়ানো ও পূর্ব প্রস্তুতি গ্রহণ কমিটি, কন্ট্রোল রুম পরিচালনা কমিটি, ইমারজেন্সি রেসপন্স টিম, মেডিক্যাল টিম, বহিরাগত আশ্রয় প্রার্থীদের আবাসন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বন্দর চ্যানেল থেকে সকল জাহাজসমূহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিজস্ব জলযান ও ইকুইপমেন্টসমূহকে সর্বোচ্চ নিরাপদ অবস্থানে রাখা হয়েছে।

পায়রা বন্দরের চেয়ারম্যান সার্বিক প্রস্তুতি সার্বক্ষণিক মনিটর করছেন বলেও জানান এই কর্মকর্তা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন