ঢাকায় জনসভা করবে ১৪ দল
আগামী সোমবার (৩০ অক্টোবর) ঢাকায় জনসভা করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে কেন্দ্রীয় ১৪ দলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষ সাংবাদিকদের কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠকে আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে কোথায়-কখন এই জনসভা করা হবে সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।
এদিকে আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অন্যদিকে একই দিনে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।