বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে তুললো দক্ষিণ আফ্রিকা। টাইগার বোলারদের তুলোধুনো করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৮২ রান।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেছেন ডি কক। হেনরিক ক্লাসেন ৪৯ বলে ২ চার ও ৮ ছক্কায় ৯০ রান করেন। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ।